[english_date], [bangla_day]

পটুয়াখালীতে ঘূর্নিঝড় ফণী মোকাবিলায় ১১১ টি মেডিকেল টিমসহ ৩৯১ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

আপডেট: May 3, 2019

উপকূলীয় জেলা পটুয়াখালীতে প্রবল ঘূর্নিঝড় ফণী’র প্রভাব মোকাবিলায় প্রস্তুতি শেষে সচেতনতামূলক প্রচারণায় মনোযোগ দিয়েছেন প্রশাসন ও ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২ মে) রাতে শহরের বেরিবাধের আশপাশে ও ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকের মাধ্যমে সংকেত জানিয়ে সতর্ক ও আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রচারণা চালিয়েছে ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার গ্রুপ ও ফায়ার সদস্যরা।

এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় সিপিপি, স্কাউট ও অনান্য ভলান্টিয়ারদের মসজিদের মাইক এবং রিক্সা মাইক ও সোস্যাল মিডিয়ায় প্রচারণা চালাতে দেখা গেছে।

প্রবল ঘূর্নিঝড় ফণি’র প্রভাব মোকাবিলায় উপকূলীয় জেলা পটুয়াখালীতে ১১১টি মেডিকেল টিম ও ৩৯১ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুতসহ এবং পর্যাপ্ত ঔষধ ও খাদ্য মজুদ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী জেলার জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।

  • ফেইসবুক শেয়ার করুন