[english_date], [bangla_day]

ভোলায় ১১০৫ পিস ইয়াবাসহ আটক ২

আপডেট: July 11, 2019

ভোলা প্রতিনিধি।।

ভোলার সদর উপজেলা  উওর দিঘলদী ইউনিয়নে ১১০৫ পিস ইয়াবা ও নগদ ৫৩০০ টাকা সহ আকবর হোসেন  (৩৫) ও রিয়াজ (২৫) নামক ২ জনকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের গোয়েন্দা শাখা একটি টিম। বৃহস্পতিবার  (১১ জুলাই) অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

সূত্রে জানা যায়, পুলিশ সুপার, ভোলা মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা,ভোলা এর তত্ত্বাবধানে এসআই নিরস্ত্র মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল ভোলা সদর উপজেলার উওর দিঘলদী  ইউনিয়নে এ অভিযান চালায়। এতে  উওর দিঘলদী ৪নং ওর্য়ডের মৃত সাদেক হাজীর ছেলে আকবর হোসেন ও দৌলতখান  চরখলিফা ৬নং ওর্য়াড এর মৃত আবদুল হান্নান এর ছেলে রিয়াজ কে মাদকদ্রব্য ইয়াবা বিক্রি কালে ১১০৫ পিস ইয়াবা ও নগদ ৫৩০০ টাকা সহ আটক করে।তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

  • ফেইসবুক শেয়ার করুন