[english_date], [bangla_day]

নয়াপল্টনে একের পর এক ককটেল বিস্ফোরণ

আপডেট: June 24, 2019

নিউজ ডেক্সঃ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বহিষ্কৃত ছাত্রদল নেতারা।কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশ এলাকায় পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়েছে। বয়সসীমা নির্ধারণ না করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে বিক্ষুব্ধ ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি শেষে চলে যাওয়ার সময় সোমবার এ বিস্ফোরণের ঘটনা ঘটায়। দুপুর সোয়া ১টার পরে একের পর এক ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া আরও একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় দেখা গেছে।  সোমবার (২৪ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে দুই শতাধিক নেতাকর্মীর একটি মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন বহিষ্কৃত ছাত্রনেতারা। তারা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এ সময় বহিষ্কৃত ছাত্রনেতারা কেন্দ্রীয় কার্যালয়ের কলাপসিবল গেট বন্ধ করে দেন। এদিকে কার্যালয়ের ভেতরে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহানগর বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন।

 

  • ফেইসবুক শেয়ার করুন